সেপ্টেম্বর ৩, ২০১৯
শ্যামনগরে চুনা নদীর বেড়ীবাঁধে ভাঙন
স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর এলাকায় চুনা নদীর ওয়াপদার বেড়ীবাঁধের কিছু অংশ ভেঙে গেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৩ টার দিকে প্রথম জোয়ারের তীব্র পানির স্রোতে বাধের প্রায় ৭০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এসময় বাধের উপর একটি ঘরে থাকা পাঁচটি ছাগল পানিতে ভেসে যায়। স্থানীয় বাসিন্দা সুফিয়া বেগম বলেন, আমার কোন স্বামী এবং কোন সন্তান না থাকায় আমি বেড়ী বাঁধের পাশে ঘর করে বাস করি। ভোররাতে হঠাৎ ঘুমের মধ্যে আমি প্রচন্ড পানির শব্দ শুনতে পাই। তারপর বাইরে বের হয়ে দেখি আমার ঘর নদীতে চলে যাচ্ছে আমার থালা-বাসন এবং রান্নাঘরের অন্যান্য জিনিসপত্র পানিতে তলিয়ে যায়। আমার চিৎকার শুনে এলাকাবাসী এসে আমাকে ঘরের ভেতর থেকে উদ্ধার করে। ঘরে থাকা ৬টি ছাগলের মধ্যে একটি ছাগল রক্ষা করি অন্য ছাগলগুলো পানিতে ভেসে যায়। এ বিষয়ে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের এসও শাহনাজ পারভীন বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা জনবল ও বস্তা দিয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করেছি। আপাতত ভাঙন মেরামত শেষ হোক। তারপর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে উপযুক্ত বেড়ী বাঁধের ব্যবস্থা করা হবে। 8,504,299 total views, 1,701 views today |
|
|
|