সেপ্টেম্বর ২৩, ২০১৯
যানজটের নগরী খুলনা : মটর রিকশা
মো. আমিরুল ইসলাম বাবু: নগরীর রাস্তাগুলির ধারণ ক্ষমতার অতিরিক্ত চলছে যানবাহন। তার মধ্যে অতিরিক্ত ইজিবাইক ও মটর চালিত রিকশার কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে নগর বাসি। ফলে দুর্ভোগ পোহাচ্ছে নগরীর ১৫ লক্ষ মানুষ। প্রতি বছর রিকশা থেকে প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন। যাত্রী সাধারণ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে অনেকে। চিরতরে পঙ্গুত্ব বরন করে মানবেতর জীবন যাপন করছে ঐ দুর্ঘটনা কবলিত পরিবারগুলো। ট্রাফিক ব্যবস্থার হচ্ছে মারাত্মক অবনতি। অবস্থা ঠিক এমন যেন দেখেও দেখার কেউ নেই। অনুসন্ধান করে জানা যায়, ২০১৩ সালের পর হতে সিটি কর্পোরেশনে রিকশার লাইসেন্স নবায়ন বন্ধ আছে। ফলে গত সাত বছরে গড়ে সাড়ে তিন কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে কেসিসি। যথা নিয়মে লাইসেন্স নবায়ন ও পরিদর্শন না হওয়ায় গত সাত বছরে নগরীতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মটর চালিত রিকশা বৃদ্ধি পেয়েছে। রিকশা চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স ইন্সপেক্টর (ভেইকেলস) এম এম নিজাম উদ্দিন বলেন, প্যাডেল চালিত রিকশার অনুক‚লে সতের হাজার লাইসেন্স প্রদান করা হয়েছিল। এর মধ্যে গত সাত বছরে গড়ে ত্রিশ ভাগ রিকশা লাইসেন্স নবায়ন হয়েছে। যার আনুমানিক রাজস্ব আয় প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা। ৭০ ভাগ রিকশার লাইসেন্স নবায়ন না হওয়ায় কেসিসি রাজস্ব হারিয়েছে প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা। নিয়মিত রিকশার লাইসেন্স নবায়ন ও পরিদর্শন না হওয়াতে মটর চালিত রিকশা সহ অবৈধ রিকশা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ত্রিশ হাজারের ও বেশি। ফলে নগরীতে যানজট লেগেই থাকে সারাক্ষণ। ইতিমধ্যে লাইসেন্স নবায়ন রিকশা থেকে মটর অপসারণ করতে নগরীতে মাইকিং করেছি আগামী ৩০ সেপ্টেম্বর সময় নির্ধারণ করে দিয়েছে। উক্ত সময়ের মধ্যে যারা রিকশার লাইসেন্স ও রিকশা থেকে মটর অপসারণ না করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে কেসিসি কর্তৃপক্ষ। কে এম পি ডি সি ট্রাফিক মো. সাইফুল হক জানান সিটি কর্পোরেশন লাইসেন্স করার সময় সীমা নির্ধারণ করে দিয়েছে। আগামী ১ অক্টোবর থেকে মটর চালিত রিকশার মটর ও ব্যাটারি জব্দ করা হবে। নগরীর শেরে বাংলা রোডের জুলেখা পরিবহণ (রিকশা গ্যারেজ) মালিক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার গ্যারেজে মোট ত্রিশ টি রিকশা রয়েছে যার মধ্যে একুশ টি মটর চালিত এবং নয়টি প্যাডেল চালিত। মটর চালিত রিকশা থেকে প্রতি দিন ১৮০ থেকে ২০০ টাকা ভাড়া পাই (প্রতিটি রিকশা) কিন্তু প্যাডেল চালিত রিকশাগুলো গত তিন চার মাস যাবৎ পতিত অবস্থায় রয়েছে। যাত্রী সাধারণ দ্রæত যাতায়াতের জন্য এ রিকশা বেশি পছন্দ করে। 8,569,667 total views, 8,372 views today |
|
|
|