বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইল, বরিশাল ও পিরোজপুর জেলায়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন জানান, প্রায় ২ বছর আগে বাংলাদেশি ১০ নারী দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যায়। পরে পুলিশ তাদের ধরে জেল হাজতে প্রেরণ করে। জেল খাটার পর শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করেছেন। উক্ত নারীদের কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত আসা ১০নারীকে মানবাধিকার সংস্থা রাইট যশোর এর যশোর প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে।
ভারতে পাচার হওয়া ১০ নারীকে বেনাপোলে হস্তান্তর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/