নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের সাবেক ডিডি আহসান আলীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেনা পোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর পক্ষে মামলাটি করেন ইন্সপেক্টর জিএম আশরাফুল আলী। মামলা নং-৩৮ তারিখ ২৫/০৯/১৯ ইং। ইন্সপেক্টর জিএম আশরাফুল আলী জানান, দুর্নীতি দমন কমিশনের সাবেক ডিডি আহসান আলী তার আমদানি-রফতানি প্রতিষ্ঠান মেসার্স রিতু ইন্টারন্যাশনাল নামে আমদানি করা ৩১টি পণ্য চালান ছাড়ানোর জন্য গত ১৯/১১/১৮ তারিখে বেনাপোল কাস্টম হাউজে এসে কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীকে চাপ সৃষ্টি করেন। মালামালের সঠিক রাজস্ব না দিয়ে নেওয়া যাবে না বলে তিনি সাবেক ডিডি আহসান আলীকে জানিয়ে দেন। এর পর থেকে তিনি নানান ভাবে কমিশনারকে হুমকি ও চাপ সৃষ্টি করে আসছেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, কাস্টমস কমিশনারের পক্ষে ইন্সপেক্টর জিএম আশরাফুল আলী একটি মামলা করেছেন।
বেনাপোলে দুর্নীতি দমন কমিশনের সাবেক ডিডির নামে মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/