সেপ্টেম্বর ১৫, ২০১৯
বিকাশ কে না বলুন শ্লোগানে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত
মাজহারুল ইসলাম: ‘বিকাশ কে না বলুন’ শ্লোগানে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা বিকাশ ডিস্ট্রিবিউশন প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুকের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করে জেলা টেলিকম মোবাইল ব্যাংকিং মালিক সমিতি। উল্লেখ্য গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে বিকাশের ডিস্ট্রিবিউটরসহ তার কর্মীরা প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিকাশ কর্তৃপক্ষ এখনও কোন সমাধান না করায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা মোবাইল ব্যাংকিং সংগঠনের সভাপতি কাজী আখতার হোসেনের নেতৃত্বে মানবন্ধনে বক্তারা বলেন, আমাদের টাকা আত্মসাতের কোন প্রকার সমাধান না দিয়ে নতুন করে বিকাশের ডিস্ট্রিবিউটর নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ডিস্ট্রিবিউটর নিয়োগের তীব্র নিন্দা জানিয়ে তারা আরও বলেন, আমাদের টাকা না দিয়ে সাতক্ষীরায় নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগ দেওয়া যাবে না। যদি কেউ ডিস্ট্রিবিউটর নেওয়ার পর কোন সহিংস ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে তার দায়ভার নিতে হবে। তাছাড়া মানবন্ধনে বিকাশ এজেন্টরা তাদের টাকা ফেরত পেতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানায়। যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত সাতক্ষীরা জেলায় বিকাশের কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। মানবন্ধন শেষে সাতক্ষীরার বিকাশ এজেন্টরা ব্র্যাক ব্যাংকের ম্যানেজার এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় জেলা টেলিকম মোবাইল ব্যাংকিং মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন রাজিব, সংগঠনের আবু হাসান, মিজানুর রহমান, আমিনুর রহমান, আব্দুস সামাদ, জলিল, রাজু, সোহেল, মইন, রবি, দিপু, উৎপল দেবনাথ, আ: হামিদ, মোনাজাত, প্রসেনজিৎ সহ জেলার ভুক্তভোগী বিকাশ এজেন্টরা উপস্থিত ছিলেন। 8,503,369 total views, 771 views today |
|
|
|