Site icon suprovatsatkhira.com

বন্ধের পথে পাটকেলঘাটার কুটিঘাটা বাজার

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার কুটিঘাটা বাজারটি আজ বন্ধের পথে। পাকিস্থান আমলে গড়ে ওঠা বাজারটি বিলীন হতে বসেছে। বাজারে ছোট বড় প্রায় ৬০/৬৫ টি দোকান রয়েছে। ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী নতুন একটি বাজার হওয়ায় এখন আর দুরদুরান্ত থেকে কোন ব্যবসায়ী এখানে মালামাল নিয়ে আসে না। পার্শ্ববর্তী অশোকের মোড়ে রাস্তার উপর হাট গড়ে ওঠার কারণে কুটিঘাটা বাজারটি বন্ধ হয়ে যাচ্ছে। এ বাজারটি সরকারি ভাবে ডাকের মাধ্যমে সরকার অনেক রাজস্ব পেয়ে আসছে। অপরদিকে অশোকের মোড়ে রাস্তার উপর গড়ে ওঠা বাজার থেকে সরকার হারাচ্ছে অনেক রাজস্ব। কুটিঘাটা বাজার কমিটির সভাপতি আবু সাঈদ বলেন, বিগত বিএনপি সরকারের আমলে একই এলাকায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি হয়, সেই থেকে অশোকের মোড় এলাকার লোকজন সেখানে বাজার বসিয়ে আসছেন। তবে আমাদের দাবি পুরাতন আমলের বাজারটি রক্ষা করতে হলে শুক্রবার, সোমবারের পরিবর্তে অশোকের মোড়ে যদি অন্য একটি দিন ঠিক করা হয় তাহলে বাজারটি পুনরায় প্রাণ ফিরে পেত। এ ব্যাপারে বাজার কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় ব্যবসায়ীরা ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version