সেপ্টেম্বর ২, ২০১৯
পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে র্যালি
পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা শাখার উদ্যোগে ‘সচেতন হন ডেঙ্গু প্রতিরোধ করুন’ এই স্লোগানকে সামনে রেখে ভয়াবহ ডেঙ্গু সচেতনতায় করণীয় শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পাটকেলঘাটার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তায় এসে শেষ হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ের উপর থানা সভাপতি এস এম হাদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ডেন্টাল এসোসিয়েশন কল্যাণ সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। এ সময় জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, দপ্তর সম্পাদক অপূর্ব মজুমদার, জেলা সদরের সাধারণ সম্পাদক ডা. এম এ হাসান, জেলা কমিটির সদস্য ডা. প্রশান্ত কুমার ঢালি, পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপদেষ্টা ডা. আলাউদ্দীন, ডা. জামালউদ্দীন, ডা. প্রভাষক নাজমুল হক সহ সহ থানার প্রত্যেক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা কমিটির সাধারণ সম্পাদক ডা. রেজাওয়ান উল্লাহ। 8,589,582 total views, 6,268 views today |
|
|
|