পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সুমা হালদার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী, শাশুড়ি ও ভাসুর। নিহত সুমা হালদার কৃষ্ণনগর গ্রামের সুব্রত বিশ্বাসের স্ত্রী। সুমা হালদারের বাবা পুলিন হালদার অভিযোগ করে জানান, মাত্র এক মাস ১৮ দিন আগে তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আনন্দ বিশ্বাসরে ছেলে সুব্রত বিশ্বাসের সাথে সুমা হালদারের বিয়ে হয়। বিয়ের সময় বাবার দেওয়া পাঁচ ভরি সোনার গহনা নেওয়ার জন্য নিয়মিত চাপ দিত তার স্বামী সুব্রত, শাশুড়ি করুনা বিশ্বাস ও ভাসুর বাসুদেব বিশ্বাস। সুমা হালদার তার নিজের ব্যবহারের গহনা দিতে রাজি না হওয়ায় তার স্বামী সুব্রত বিশ্বাস, ভাসুর ও শাশুড়ি তাকে মঙ্গলবার রাতে পিটিয়ে শ্বাস রোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেয়। সুমা আত্মহত্যা করেছে বলে তারা এলাকায় প্রচার দেয় । এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল ইসলাম জানান, নিহতের মর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে। স্বামী সুব্রত বিশ্বাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পাটকেলঘাটায় এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/