Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা না থাকলে এক সময় বাঙালীর ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি গতি-প্রকৃতির অস্তিত্ব সংকটে পড়তে পারে। বাঙালীর ধারাবাহিক আন্দোলন, সংগ্রামের ইতিহাস তুলে ধরে ৫২’র ভাষা আন্দোলন, ৬৭’র গণঅভ্যুত্থান সহ ৭১’র মহান মুক্তিযুদ্ধে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সাথে-সাথে সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি আরও বলেন, বেশি-বেশি করে রবীন্দ্র-নজরুল, শামসুর রহমান সহ বরেণ্য কবিদের কবিতা ও সাহিত্য চর্চা, লালন শাহের গান, ভাটিয়ালি, পল্লীগীতি, লোক গান বেশি-বেশি করে প্রতিনিয়ত গাওয়া ও প্রচার করা জরুরী হয়ে পড়েছে। বিদেশি অপসংস্কৃতি গ্রাস করছে এর বিরুদ্ধে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। কেননা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তি বসে নেই, এরা সাংস্কৃতিক আন্দোলনকে থামিয়ে দিয়ে দেশের অব্যাহত উন্নয়ন কর্মকান্ডকে থামিয়ে দিতে চায়, তাই এ বিষয়ে তিনি সাংস্কৃতিক আন্দোলনের কর্মীদের সতর্ক থাকার আহŸান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহŸায়ক গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, স্যানিটারি ইন্সপেক্টর উদয় মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, সহ-সভাপতি অনিতা রাণী মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, যুবলীগ নেতা আজিজুল হাকিম, মমতাজ পারভীন মিনু, তরুন কান্তি মন্ডল, অসীম রায়, হারুনার রশিদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version