Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় একাধিক মামলার আসামি এনামুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার আমিরপুর গ্রামের মাহমুদ আলী গাজীর পুত্র অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি এবিএম এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. অহেদুজ্জামান খোকন এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পাইকগাছার মিনহাজ নদী (বন্ধ) জলমহলটি সরকারের সর্বোচ্চ ইজারা প্রদান পূর্বক ২০২৫ সাল হতে ২০৩০ সাল পর্যন্ত বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লি. ইজারা গ্রহণ করে। যার সায়রাত কেস নং- ১২/২০১৮ ও ০৫.৪৪.৪৭০০.০৩১৩২.৮০৬.১৮-১৯৮১ স্মারকে ১৮/০৭/২০১৮ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় হতে আমাদের সমিতির অনুকুলে হস্তান্তরিত হয়। সেখান থেকে আমরা সরকারী নিয়ম-নীতি মেনে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করে আসছি। কিন্তু মিনহাজ নদী (বদ্ধ) জলমহলের পার্শ্ববর্তী আমিরপুর গ্রামের একাধিক মামলার আসামি এবিএম এনামুল হকের অত্যাচার ও হুমকিতে আমরা আতঙ্কিত রয়েছি। সে প্রকাশ্য দিবালোকে আমার সমিতির লোকজন ও মৎস্য লিজ ঘেরের কর্মচারীদের জীবন নাশের হুমকি, মিথ্যা মামলা ও বিভিন্ন ধরনের ভয়-ভীতি অব্যাহত রেখেছে। আমাদের উপর চাপ প্রয়োগ করে ইজারাকৃত নদীর অর্ধেকাংশ তার নামে লিখে দেয়ার জন্য বারংবার হুমকি দিচ্ছে। ইতিপূর্বে উক্ত নদীতে ইজারা গ্রহণকৃত ব্যক্তিদের সাথেও উক্ত এনামুল মামলা, মকদ্দমা, দখল, পাল্টা দখল এমনকি হামলা মামলার ঘটনা ঘটিয়েছে। যা এলাকাবাসীসহ প্রশাসন অবগত রয়েছেন। তার ভয়ে এলাকার কোন লোকজন কথা বলতে সাহস পাচ্ছে না। নদীর অর্ধেক তার নামে লিখে না দিলে যে কোন সময় সন্ত্রাসী স্টাইলে নদী দখল করে নেবে বলে হুমকি অব্যাহত রেখেছে। তার হাত থেকে রেহাই পেতে আমরা প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version