সেপ্টেম্বর ৪, ২০১৯
পাইকগাছায় অবৈধভাবে বালি উত্তোলন করে স্কুলের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় অবৈধভাবে বালি উত্তোলন করে স্কুলের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছেন বলে জানান স্থানীয়রা। উপজেলার সোলাদানা ইউপির চারবান্ধা স্কুল সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটেছে। চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সানা জানান, গত ২৯ আগস্ট সহ কয়েকদিন ধরে স্কুলের পাশে প্রায় ৮/১০ শতক সম্পত্তি জুড়ে স্থানীয় বিমল কৃষ্ণ সরদার, অশান্ত মন্ডলসহ কয়েক ব্যক্তি অবৈধভাবে পাইপ লাইনের মাধ্যমে বালি উত্তোলন করে স্কুলের সম্পত্তি দখল চেষ্টা করছেন। এ ঘটনায় তাদেরকে নিষেধ করা হলেও এ অবৈধ কাজ থেকে তারা বিরত হয়নি। সর্বশেষ প্রধান শিক্ষক পরিমল কুমার সানা, ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার মিস্ত্রী, রনজিত রায়, হাফিজুর রহমান, মোসলেম উদ্দীন ও মানবিকা সরকার যৌথ স্বাক্ষরে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ বরাবর অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ বালি উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এ অভিযোগ প্রসঙ্গে বিমল কৃষ্ণ সরকার জানান, ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে বালি ভরাট করছিলাম। অভিযোগ হলে তা বন্ধ করে দিয়েছি। 8,595,711 total views, 3,590 views today |
|
|
|