Site icon suprovatsatkhira.com

পাইকগাছার দেলুটিতে ঘের মালিকের অবৈধ পাইপের স্থান ভেঙে এলাকা প্লাবিত : স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার দেলুটিতে প্রভাবশালী ঘের মালিকের পানি উত্তোলনের অবৈধ পাইপের স্থানে গর্ত সৃষ্টি হয়ে লবণ পানিতে গোটা এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রবল জোয়ারে পশ্চিম দেলুটির মতিয়ার গাজীর চিংড়ি ঘেরের স্থান থেকে ওয়াপদা ভেঙে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়দের। স্থানীয়রা আরও জানান, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউপির ভ্যাকটমারী গ্রামের প্রভাবশালী ঘের মালিক মতিয়ার রহমান গাজী দীর্ঘদিন ধরে এ স্থানে মৎস্য লীজ ঘের করে আসছে। অভিযোগ রয়েছে, তিনি সহ অনেকেই ওয়াপদা ছিদ্র বা অবৈধ বোরিং বসিয়ে চিংড়ি ঘেরে পানি উত্তোলন করে থাকে। এ স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মঙ্গলবারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ওয়ার্ড সদস্য সুকুমার কবিরাজ স্থানীয় জনগণ নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙন কবলিত বাঁধ মেরামত করেন। এ ব্যাপারে ঘের মালিক মতিয়ার রহমান গাজী বলেন, বাঁধ মেরামতে তার সহযোগিতা রয়েছে। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ঘের মালিকের অবহেলার কারণে রাস্তাটি ধসে এলাকায় পানিতে প্লাবিত হয়েছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আপাতত মেরামতের কাজ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version