পাটকেলঘাটা প্রতিনিধি: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষে পাটকেলঘাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাটকেলঘাটা নীলিমা ইকো পার্কে সরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা জেলাকে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ার লক্ষে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে পরিবেশ রক্ষায় সরুলিয়া ইউনিয়ন মডেল হিসাবে জেলায় কাজ করবে। ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। ইকো পার্কের উন্নয়নে আরও কাজ করা হবে। পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করার জন্য কাজ এগিয়ে চলছে। পাটকেলঘাটার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। রাস্তার পাশে অবৈধ স্থাপনা বিলবোর্ড পোস্টার অবিলম্বে পরিষ্কার করতে হবে। অবৈধ নেট পাটা অপসারণ করতে হবে তা না হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন বাজারে ডাস্টবিনের ব্যবস্থা করে ময়লা আবর্জনা ফেলতে হবে। পরবর্তীতে সকল ময়লা ইউনিয়নের একটি নির্দিষ্ট জায়গায় রিসাইক্লিং করে অন্য কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। পাটকেলঘাটায় বাচ্চাদের জন্য নির্মল পরিবেশে ইকো পার্ক গড়ে তোলায় ইউনিয়ন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি প্রভাষক স ম আতিয়ার রহমান, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান মধু ও শিক্ষক অলিউর রহমান।
পরিবেশ রক্ষায় সরুলিয়া ইউনিয়ন মডেল হিসাবে জেলায় কাজ করবে : জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/