Site icon suprovatsatkhira.com

তালায় নিজের সন্তানদের বিরুদ্ধে মামলা করেছেন অসহায় পিতা!

সৌমেন মজুমদার, তালা প্রতিনিধি : তালা উপজেলায় দুই পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক অসহায় পিতা। তালা উপজেলার আটারই গ্রামের মৃত ছায়েম গাজীর ছেলে আব্দুল বারী গাজী (৮৫) তার দুই ছেলে কর্তৃক হত্যার হুমকির অভিযোগ এনে আদালতে এ মামলা করেন। সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বিষয়টি তদন্তের জন্য তালা কৃষি অফিসারকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার দিয়েছেন। অসহায় পিতা আব্দুল বারী গাজী জানান, তার ২২ বিঘা সম্পত্তি। প্রায় ৫ মাস পূর্বে নিজের নামে এক বিঘা সম্পত্তি রেখে তিনি ১০ ছেলে, ৪ মেয়ে ও ২ স্ত্রীকে সমান ভাবে ভাগ বাটোয়ারা করে দেন তিনি। উক্ত এক বিঘা সম্পত্তি লিখে না দেয়ায় দুই ছেলে ইয়াছিন গাজী ও রিয়াজুল হক গাজী তাকে জীবনে মেরে ফেলার হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। এর পূর্বে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার না পেয়ে সর্বশেষ তিনি সাতক্ষীরার বিজ্ঞ আদালতে ১৪৩,৪৪৮,৩৮০,৩২৩,৩০৭,৫০৬ ও ৪২৭ দ: বি: ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং সি আর ১৬২/১৯। আগামী ৭ নভেম্বরের মধ্যে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version