ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আ’লীগের এক নেতার ভাড়া বাড়ি থেকে নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে আটকের ঘটনায় কয়েকটি পত্রিকায় উদ্যেশ্যে প্রণোদিত ভাবে এমপি রবিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছে আ’লীগ নেতাকর্মীসহ জেলার সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শহরের মুনজিতপুরে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত ধারায় মামলা দায়ের হয়েছে। এজন্য পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবিসহ জেলার সুশীল সমাজ। এ নিয়ে সাতক্ষীরার স্থানীয় কয়েকটি সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাটি পড়ে হতবাক হয়েছে সাতক্ষীরাবাসী। স্থানীয় দুটি পত্রিকার সংবাদে ঐ ঘটনায় সদর এমপির নাম জড়ানো হয়েছে। এ যেন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা। এ বিষয়ে পোস্ট অফিস মোড়ের এক চা বিক্রেতা বলেন, ক্রেতা টানতে আমি প্রতিদিন একাধিক স্থানীয় পত্রিকা নিয়ে থাকি, অনেকেই আমার দোকানে নিয়মিত পত্রিকা পড়েন, অনেকেই এমপিকে জড়িয়ে এমন সংবাদ পড়ে পত্রিকা দু’টির সমালোচনা করেছেন। চায়ের দোকানে উপস্থিত দেবনগর এলাকার মো: শফিকুল ইসলাম বলেন, সকলের মন জয় করা একজন জনপ্রতিনিধির পক্ষে সম্ভব নয়, তাই ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এমন সংবাদ প্রকাশ করে থাকতে পারে বলে আমি মনে করি। এ ব্যাপারে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মন্ত্রীপরিষদ পুনর্গঠনের সম্ভাবনা আছে, কেন্দ্রে এমপি রবি ক্লিন ইমেজের নেতা অতএব তাকে থামাতে হবে, এছাড়া সামনে জেলা আ’লীগের কাউন্সিল, তাই কাউকে খুশি করার হীন মানসে জুয়াড়ি আটকের ঘটনার সাথে এমপির নাম জুড়ে দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবিন সাংবাদিক জানান, একজনের দোষ আর এক জনের ঘাড়ে চাপানোর কু-প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের অবস্থা এমন যে, আমরা ভাল কাজের কথা লিখতে পারি না কিন্তু মুছতে পারি সবাই। দেশের রাজস্ব আদায়ে এ জেলা এগিয়ে থাকলেও উন্নয়নে আমরা ঢের পিছিয়ে, এজন্য দায়ী আমরাই। সাবেক বস্ত্র মন্ত্রী প্রয়াত এম মুনসুর আলী থেকে শুরু করে সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক কাউকে আমরা স্বাচ্ছন্দে কাজ করতে দেয়নি, টেনে হিঁচড়ে মাটিতে নামিয়েছি, সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্তের জন্য দায়ী আমাদের কিছু সহকর্মী। তারা চায় না সাতক্ষীরার মানুষের উন্নয়ন হোক। এজন্য জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে তারা নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
জুয়াড়ি আটকের ঘটনায় প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে এমপি রবি বলেন, কুজনে কুকথা কহে সু কথা ঢাকিয়া। আমি নিজকে জনগণের সেবক মনে করে সাতক্ষীরার উন্নয়নে কাজ করছি, আগামী প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য আধুনিক সাতক্ষীরা গড়াই আমার লক্ষ্য, জ্ঞান পাপীরা পিছে কথা বলবে এটাই স্বাভাবিক, তাই সব বাঁধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাতক্ষীরাবাসীর কাছে দোয়া কামনা করি।
জুয়াড়ি আটকের সংবাদে উদ্যেশ্যে প্রণোদিত ভাবে এমপি রবির নাম ব্যবহার করায় ক্ষোভ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/