সেপ্টেম্বর ৭, ২০১৯
চাঁদখালী বাজারে সরকারী হাটের জমিতে ঘর বাধার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় রাতের আঁধারে চাঁদখালী বাজারে সরকারী জায়গা দখল করে ঘর বাধার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে স্থানীয় কালীদাশপুরের হাসান সরদার, মঈনুউদ্দীন সরদার ও আজু সরদার বাঁশ- খুঁটি ও টিনের ছাউনি দিয়ে ৩ টি অবৈধ ঘর বেঁধেছেন বলে হাট কমিটি সহ স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। চাঁদখালী হাট কমিটির সভাপতি মহিউদ্দীন খাঁনের পরিবার জানান, শুক্রবার গভীর রাতে হাটের উত্তর প্রান্তে হাসান, মঈনুউদ্দীন ও আজু সরদার সরকারী জমিতে বাঁশের খুঁটি গেড়ে টিনের ছাউনি দিয়ে ৩ অবৈধ স্থাপনা তৈরি করেছেন। হাট কমিটির সভাপতি মহিউদ্দীন খানের ছেলে শাহাজাদা খান জানান, এ ঘটনায় শনিবার বিকেলে হাসানসহ কয়েক জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ওসির কাছে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা জানান, সরকারী হাটের জমিতে ঘর বাধার চেষ্টা করলে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. এনামুল কবির জানান, ইতোপুর্বে সরকারী কাজে বাঁধা দান ও হাটের এই জমি দখল করে ঘর বাধার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত হাসানকে দু বছরের সাজা দেন। 8,594,118 total views, 1,997 views today |
|
|
|