Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯ পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও লিডার্স উপজেলা যুব ফোরাম এবং অগ্রগতি সংস্থার সহযোগিতায় শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে ‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর, তথ্য পাবে জনগণ, তথ্য সবার উন্নয়ন’-প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তিযোদ্ধা ইর্কো পার্কে আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার দিবস সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন।

সাংবাদিক আশেক মেহেদীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী শওকত হোসেন, প্রোগ্রাম অফিসার সুলতা সাহা, ফিল্ড ফ্যাসিলিটেটর বাবর আলী, সম্পা বিশ্বাস, জুলেখা খাতুন, অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর বাকীবিল্লাহ ও প্রীতিকনা রায়, লিডার্সের উপজেলা যুব ফোরামের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুব ফোরাম সভাপতি আবু মুছা, মথুরেশপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সজিব ওসমান, কুশুলিয়া ইউনিয়নের যুব ফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, মৌতলা ইউনিয়ন যুব ফোরামের ক্যাশিয়ার তাহমিনা পারভীন ও ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিওকর্মী, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version