নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গৃহীত পদক্ষেপে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এস.এম মমতাজ হোসেন মন্টু, বীরমুক্তিযোদ্ধা ছদর উদ্দিন ও বীরমুক্তিযোদ্ধা খান মাহমুদুর রহমান প্রমুখ।
এছাড়াও গত ২১ সেপ্টেম্বর থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন হিসেবে প্রতি দলে ১০ জন শিক্ষার্থী নিয়ে ৭টি দলে মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংগঠকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বীরমুক্তিযোদ্ধাদের পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী ও সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কার প্রমুখ।