সেপ্টেম্বর ২২, ২০১৯
কালিগঞ্জের নলতায় হাইওয়ে সড়ক অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ প্রদানের অভিযোগ
শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ-সাতক্ষীরা প্রধান সড়কের উপর দিয়ে নিয়ম লংঘন করে উপজেলার নলতায় অস্থায়ী স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে। হাইওয়ে সড়কের উপর দিয়ে বৈদ্যুতিক তার বিপদজনক ভাবে অতিক্রম করানোর ফলে যে কোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ও প্রাণহানীর মত ঘটনাও ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। সূত্র জানান, কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের নলতা প্যারামেডিকেলের পাশে জনগুরুত্বপূর্ণ হাইওয়ে সড়কের উপর দিয়ে জনৈক মালেক হোসেনের নির্মিত অস্থায়ী ছাপড়া ঘরে বিদ্যুতের সংযোগ প্রদান করেছেন ভারপ্রাপ্ত এজিএম (কম) মধুসুদন রায়। গত ১৫ সেপ্টেম্বর এই সংযোগ প্রদান করা হয়। এরপর থেকে স্থানীয়দের মধ্যে দুর্ঘটনার আশংকা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, হাইওয়ে সড়ক দিয়ে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। অজ্ঞাত কারণে ওই রাস্তা অতিক্রম করে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। মারাত্মক দুর্ঘটনার আশংকা থাকা সত্তে¡ও বড় অংকর উৎকোচের বিনিময়ে ঝুঁকিপূর্ণ সংযোগ প্রদান করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসে যেয়ে জানা যায়, বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান অসুস্থতাজনিত কারণে কয়েকদিন যাবত ছুটিতে রয়েছেন। এজিএম (কম) শরিফুল ইসলাম প্রশিক্ষণে থাকায় শ্যামনগর এরিয়ার বিলিং অফিসের এজিএম (কম) মধুসুদন রায় কালিগঞ্জ জোনাল অফিসে দায়িত্ব পালন করেন। এসময় তিনি উক্ত সংযোগটি প্রদান করেছেন। 8,573,714 total views, 1,484 views today |
|
|
|