শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীর উপর নির্মিত খান বাহাদুর আহছান উল্লাহ সেতুর বিভিন্ন স্থানে ফাটল ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
সূত্র জানান, ২০০১ সালে নির্মিত ১৬১ মিটার দৈর্ঘ্য এবং ৯.৫০ মিটার প্রস্থর এই সেতুটি নির্মাণের পর আজও কোন দিন সংস্কার করা হয়নি। যার কারণে এসব বড় বড় ফাটলসহ গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ঠিকাদার সহকারী মামুন হোসেন বলেন, ২০০১ সাল হতে সেতুটি ব্যবহার হয়ে আসছে। সেতুটি চালুর পর থেকে অদ্যাবধি কোন সংস্কার কাজ করতে দেখা যায়নি। এছাড়া সেতুর কলাম বিমে বটগাছসহ ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে পলেস্তরা খসে গিয়ে রড বেরিয়ে পড়েছে। দ্রুত সংস্কার না করলে মারাত্বর দুর্ঘটনা ঘটতে পারে।
কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি জানান, কাঁকশিয়ালী নদীর উপর নির্মিত খান বাহাদুর আহছান উল্লাহ সেতুটির উপর ফাটল দেখা দিয়েছে। যার কারণে পরিবহন বা ভারি ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করার সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেতুটির উপর বর্ষার পানি জমে থাকায় বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে।
পথচারি কামরুল ইসলাম নামে এক যুবক বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতুর উপর দিয়ে চলাচল করে থাকেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানের মানুষ এই সেতুর উপর সুন্দরবন ভ্রমন করতে আসেন। হাজার হাজার যানবাহন চলে সেতুর উপর দিয়ে। অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটির বিভিন্ন স্থানে ফাটলসহ বড় বড় গর্তের সৃষ্ঠি হয়েছে। এখনই সংস্কার না করলে মারাত্বক দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এনমতাবস্থায় অতি দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল আমি সরেজমিন পরিদর্শনে গিয়েছিলাম। সবকিছু দেখে এসেছি। অতি দ্রুত সংস্কার কাজ শুরু করব।