সেপ্টেম্বর ২০, ২০১৯
বসতঘর থেকে মা কেউটের ২১ টি ডিম ও ১৪ টি বাচ্চা উদ্ধার
ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীতে বসত ঘর থেকে একটি পূর্ণবয়স্ক মা কেউটে সহ ২১ টি সাপের ডিম ও ১৪ টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের পাশে কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মন্ডল (৫০) এর বসত ঘর থেকে এই সাপ ও সাপের ডিম উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বৃহস্পতিবার আনুমানিক দুপুরের দিকে এই বসত ঘরের কার্নিশ দিয়ে ৩ টি কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখা যায়। তাৎক্ষণিক হরপ্রসাদ মন্ডল স্থানীয়দের সহযোগিতায় উক্ত ৩ টি সাপ মেরে ফেলে। কিন্তু সাপগুলোর গতিপথ দেখে ধারণা করা হচ্ছিল- ঘরের কোথাও এদের বসবাস কিংবা সাপের গর্ত থাকতে পারে। সন্দেহের জায়গা থেকেই শুক্রবার (২০ শে সেপ্টেম্বর) ভোর বেলা আরও কয়েকজন যুবকদের নিয়ে ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত, সমগ্র এলকাব্যাপী চাঞ্চল্য ও সাপের ভয় কাজ করছে। 8,596,187 total views, 4,066 views today |
|
|
|