ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে একাধিক মামলার আসামি কর্তৃক ঢাকায় কর্মরত স্বামীকে মারপিটের ঘটনায় স্ত্রী মামলা করায় তিনিসহ তার পরিবারকে খুন জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন, আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামের আশরাফ আলী মোড়লের স্ত্রী ভুক্তভোগী খালেদা আক্তার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নাছিমাবাদ এলাকার একাধিক মামলার আসামি ও সন্ত্রাসী প্রকৃতির সাইজুল ফকির, সাঈদ ফকির, শহিদ ফকির ও জাহাঙ্গীর সরদার গং এর সাথে আমাদের স্থানীয় বিরোধ থাকায় প্রায়ই উল্লেখিত ব্যক্তিরা আমার ও আমার পরিবারের সদস্যদের খুন, জখম, মারপিট ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদর্শন করে আসছিলেন। এরই জেরে গত ১৬ সেপ্টেম্বর আমার স্বামী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নাছিমাবাদ এলাকায় তাদের বাড়ির সামনে পৌঁছালে উক্ত ব্যক্তিরা আমার স্বামীর গতিরোধ করে লোহার রড দিয়ে তার বাম হাতে স্ব-জোরে আঘাত করেন। এতে তার হাড় ভেঙে যায়। এরপর তারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন। আমার স্বামীর কাছে থাকা বেতনের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় আমার স্বামীর ডাক চিৎকারে আমি ও আমার কন্যা আয়শা খাতুন ছুটে আসলে উল্লেখিত তারা আমাদেরও মারপিট করে শ্লীনতা হানির চেষ্টা করে। এছাড়া আমার যুবতী কন্যার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ও দেড় ভরি ওজনের স্বর্ণের রুলি ছিনিয়ে নেন। আমাদের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করেন। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করি। মামলার খবরে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হত্যাসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি প্রদান করে যাচ্ছেন। বর্তমানে তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আশাশুনি ও শ্যামনগর থানায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। তারা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় এলাকার মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এমতাবস্থায় তিনি (খালেদা) সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা ও উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আশাশুনিতে একাধিক মামলার আসামি কর্তৃক বাদীসহ তার পরিবারকে খুন আশাশুনিতে একাধিক মামলার আসামি কর্তৃক বাদীসহ তার পরিবারকে খুন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/