সেপ্টেম্বর ২৯, ২০১৯
সাংবাদিককে চাঁদাবাজি মামলাসহ হত্যার হুমকি : কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’তে পাউবো’র জমিতে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ
বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ী ইঞ্জিনভ্যান গ্যারেজের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় পাকা দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ঘুশুড়ী গ্রামের আফছার আলী, আবুল হোসেন ও আব্দুল সামাদসহ স্থানীয় কয়েকজন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাম্পাফুল ইউপি’র ঘুশুড়ী গ্রামের ইঞ্জিনভ্যান গ্যারেজের পাশে একই গ্রামের আনসার গাজীর ছেলে খোদা বক্স গাজী চলতি বছরের মে মাসের প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ করলে কালিগঞ্জের সেকশন অফিসার ওবায়দুল হক মল্লিক গত ১৪ মে নোটিস দিয়ে কাজ বন্ধ করে দিলেও খোদা বক্সের বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি। যার ফলে সুচতুর খোদা বক্স গাজী পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর সার্ভেয়ারসহ একটি মহলকে ম্যানেজ করে গত শুক্রবার থেকে নির্মাণ কাজ শুরু করেন। এ সময় স্থানীয়রা বাঁধা দিলে খোদা বক্স গং তাদেরকে হুমকি প্রদান করে কাজ চালিয়ে যায়। এ বিষয়ে খোদা বক্স ও তার ছেলে আরিফ গাজীর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বিভিন্ন ভাবে গালিগালাজ করে বলেন, আমি উপর মহল ম্যানেজ করে এসেছি। আমার দোকান আমি নির্মাণ করব তোরা বাঁধা দেওয়ার কে? তোদের কে আমি পুলিশে দেব আমি ওসি কে বলব তোরা আমার কাছে চাঁদা চেয়েছিস। এ সময় খোদা বক্স’র ছেলে আরিফ গাজী সাংবাদিকদের মারার জন্য পাশের একটি দোকান থেকে রড ও হাতুড়ি নিয়ে আসে এবং হত্যার হুমকি প্রদান করেন। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। 8,881,983 total views, 1,384 views today |
|
|
|