কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর বøকের শংকরকাটি গ্রামে ধান খেতে ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি বোঝার জন্য আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭ ইউনিয়নের গোবিন্দপুর বøকে কৃষক আব্দুর রাজ্জাকের ধান ক্ষেতে এ আলোর ফাঁদ স্থাপন করা হয়। আলোর ফাঁদের মাধ্যমে ধানের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি বুঝতে পারবে কৃষাণ-কৃষাণীরা। আলোর ফাঁদ স্থাপন করেন, সহকারী কৃষি অফিসার সামছুর রহমান। এ সময় কৃষক আব্দুর রাজ্জাক, মোস্তফা, পবিত্র মন্ডল, রনি, ও শামিম সহ ২০-২৫জন কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।