সেপ্টেম্বর ২, ২০১৯
মহানগর ছাত্রদলের পদ থাকতেও গাবুরা ইউনিয়ন ছাত্রলীগে ঠাঁই পেতে দৌড়ঝাঁপ তৃণমূলে ক্ষোভ
ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান কমিটিতে পদ থাকতেও শ্যামনগর উপজেলার ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্বশীল পদে আসতে দৌড়ঝাঁপ শুরু করেছে এক নেতা। তথ্য সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের কামাল হোসেনের পুত্র মো. আবিদ হাসান বাঁধন খুলনা মহানগর ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক পদে আছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এর যৌথ স্বাক্ষরিত একটি কমিটিতে তার নাম আছে। উক্ত কমিটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে অনুমোদিত। এই ছাত্রদল নেতা লেবাস পাল্টে ছাত্রলীগ নেতা সাজতে উঠে পড়ে লেগেছে বলে জানা গেছে। খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরও অনেক নেতার সাথে তারেক জিয়ার ১১তম কারা মুক্তি আন্দোলনের অনুষ্ঠানে তার সক্রিয় অংশ গ্রহণ করার ছবি ফেসবুকে দেওয়া আছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র নেতা জানান, বাঁধনের পরিবার জামাত-বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছাত্রদলের সাথে সক্রিয় থেকে সে কীভাবে ছাত্রলীগের গাবুরা ইউনিয়ন কমিটিতে দায়িত্বশীল পদে আসতে পারে। এ নিয়ে তাদের এবং তৃণমূল ছাত্রলীগের নেতাদের মনে যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছে। তাছাড়া সমাপ্ত হওয়া খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনি প্রচারণায় গলায় ব্যাজ ঝুলিয়ে এবং হাতে লিফলেট সহকারে আবিদ হাসান বাঁধন কে দেখা যায়। প্রচারণার সময় দেখা যায় সে খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার সিদ্দিকের সাথে উপস্থিত আছেন। এ সম্পর্কে অভিযুক্ত নেতা আবিদ হাসান বাঁধন কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলাম না। ছাত্রদলের যে কমিটিতে আমার নাম যদি থাকে সেটা এডিট করে বসানো। এছাড়া আমি প্রথম থেকেই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলাম এখনও আছি। গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পরে কিছু কুচক্রী মহল আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমার ছবি সংগ্রহ করে তা এডিট করে বিভিন্ন ভাবে অপপ্রচার করা হচ্ছে। 8,571,025 total views, 9,730 views today |
|
|
|