ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা উন্মুক্ত গ্রন্থাগারের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। এ সময় জেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক ও উন্মুক্ত গ্রন্থাগারের সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, কাশীনাথ সরদার, এডিএস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু ছালেক, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, তৈমুর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।