Site icon suprovatsatkhira.com

বালিথা সামাদের মোড় থেকে খালেক ডাক্তারের চেম্বার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীলা সদর উপজেলার বালিথা সামাদের মোড় থেকে খালেক ডাক্তারের চেম্বার পর্যন্ত রাস্তাটি খানা খন্দে পরিনত হয়েছে। দীর্ঘ সাড়ে ৩ কিলোমিটার ইটের সলিং রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিশুরা, শিমুলবাড়িয়া হাইস্কুল, ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল, ডিবি গার্লস হাইস্কুল, ব্র‏‏হ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে। ব্রহ্মরাজপুর, এল্লারচর ও শিমুলবাড়িয়া বাজারের ব্যবসায়ীরা এ পথে মালামার আনা নেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয়রা জানান, রাস্তাটি দেখলে মনে হয় এর কোন অভিভাবক নেই। নাম মাত্র ইটের সলিং রাস্তা কোথাও কাদা, কোথাও বড় বড় গর্ত, ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি রাস্তাটিতে ভ্যান চলাচলের মত পরিবেশও নেই। এলাকার ছাত্রছাত্রীরা যথা সময়ে স্কুল কলেজে যেতে পারে না। কোন রোগীর জরুরী চিকিৎসার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স যাতায়াতেরও কোন সুযোগ নেই। এলাকাবাসী জানান, রোদ-বৃষ্টি এবং কাদা পানিতে জীবন যুদ্ধে এভাবে বসবাস করে আসছি। প্রতিবার ভোটের সময় হলে জন প্রতিনিধিরা রাস্তাটি পিচ করে দেবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পার হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। জন দুর্ভোগ কমাতে রাস্তাটি সংস্কারের জন্য সংসদ সদস্যসহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

 

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version