Site icon suprovatsatkhira.com

পারুলিয়া ৭ম শ্রেণির মেধাবী ছাত্র বাপ্পা মন্ডলের দায়িত্ব নিলেন আবিদ ফাউন্ডেশন

পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়ার ৭ম শ্রেণির মেধাবী ছাত্র বাপ্পা মন্ডলের চিকিৎসার দায়িত্ব নিলেন আবিদ ফাউন্ডেশন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলিয়াপাড়া বাপ্পা মন্ডলের বাড়িতে আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক নিলয় আহমেদ সবুজ যেয়ে তার চিকিৎসার দায়িত্ব নেন। বাপ্পা মন্ডল একজন গরিব মেধাবী ছাত্র। সে পারুলিয়া এস. এস মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং পারুলিয়া ইউনিয়নের জেলিয়াপাড়া গ্রামের কেনারামের পুত্র। বাপ্পা বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় তার বাবা কেনারাম তাকে সাতক্ষীরার স্বনামধন্য কিছু ডাক্তারকে দেখায়। ডাক্তারেরা তাকে হার্ট এ ছিদ্র আছে বলে জানান। বাপ্পা মন্ডলের বাবাকে দ্রæত অপারেশন করার জন্য বলেন। বাপ্পার বাবা দিনমজুর অসহায় হওয়ায় তার পক্ষে বড় অঙ্কের টাকা খরচ করে চিকিৎসা করা অসম্ভব। এ বিষয়ে সাতক্ষীরার স্থানীয় কিছু পত্রিকার মাধ্যমে সাহায্যের আবেদনের খবরটি দেখে আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাপ্পা মন্ডলের বাড়িতে যায়। এ সময় তিনি বাপ্পা মন্ডলের চিকিৎসার দায়িত্ব নেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version