সেপ্টেম্বর ৩০, ২০১৯
পাটকেলঘাটায় কৃষকলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কৃষকলীগের পক্ষ থেকে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাটকেলঘাটা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেলা কৃষকলীগের সহ সভাপতি অ্যাড. নরনারায়ণ ঘোষ, জেলা কৃষকলীগের অর্থ সম্পাদক প্রদ্যেৎ কুমার ঘোষ, প্রধান শিক্ষক বাবলুর রহমান, মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, কুমার ইন্দ্রজিৎ সাধ্,ু বিধান চন্দ্র, পরিতোষ মন্ডল, নাজমুল হাসান মিঠু, আসাদুর রহমান আসাদ, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম । বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রতœ জননেত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে কমপক্ষে একটি বনজ, ফলজ, ও ভেষজ গাছ লাগান পরিবেশ বাঁচান। 8,455,990 total views, 3,586 views today |
|
|
|