সেপ্টেম্বর ২৬, ২০১৯
পাইকগাছায় প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ব চিকিৎসা ও শিক্ষা সহায়তা স্বরূপ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দু’শতাধিক পরিবারের মাঝে অনুদানের এ চেক বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন, এমপি আকতারুজ্জামান বাবু। এ সময় তিনি বলেন, দলীয় নেতা-কর্মীর পরিবার সহ কয়রা পাইকগাছায় এ পর্যন্ত দু’শতাধিক মানুষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রদত্ত প্রায় দেড় কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী। আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন খোকনের পরিচালনায় এ সময় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, রিপন মন্ডল, আনন্দ মোহন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর আলী গাজী, কাজল কান্তি বিশ্বাস, নজরুল ইসলাম, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, বিভূতি সানা, আরশাদ আলী বিশ্বাস, শংকার দেবনাথ, নির্মল বৈরাগী, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম সহ চেক প্রাপ্ত সুবিধাভোগী পরিবার। 8,475,714 total views, 442 views today |
|
|
|