মো. আমিরুল ইসলাম বাবু: সকাল থেকে গভীর রাত পর্যন্ত, নগরীর গুরুত্বপূর্ন পয়েন্টগুলো সহজে পার হওয়া যায় না। নগরীর রাস্তায় পিঁপড়ার সারির মতো লাইন দিয়ে চলে ইজিবাইক। একজন যাত্রী দাঁড়িয়ে থাকতে দেখলে দুই তিন টা ইজিবাইক সামনে এসে দাঁড়িয়ে যায়। সাথে সাথে পিছনে পড়ে যায় লম্বা লাইন। ফলে যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। আর এসব ইজিবাইকের লাইসেন্স না থাকায় মোটা অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে কেসিসি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হিমশিম খাচ্ছে ট্রফিক বিভাগ। নগরীর রাস্তায় সক্ষমতা অনুযায়ী নগরীর সেবার জন্য যেখানে প্রয়োজন আট থেকে দশ হাজার ইজিবাইক যেখানে দিন রাত রাস্তা দখল করে রেখেছে ত্রিশ পঁয়ত্রিশ হাজার ইজিবাইক যা সেবার পরিবর্তে ভোগান্তীতে রূপ নিয়েছে। যে সময়ে ইজিবাইকের সংখ্যা কমিয়ে দ্রæত নিয়ন্ত্রণে আনা জুরুরী সে সময়ে উল্ট ষাট থেকে আশি টি ইজিবাইকের শো-রুমের মাধ্যমে এখনও আমদানি হচ্ছে হাজার হাজার ইজিবাইক। খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স ইন্সপেক্টর এম এম নিজাম উদ্দিন বলেন, নগরীর রাস্তার সক্ষমতা অনুযায়ী নয় থেকে দশ হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বর এ সময় নির্ধারণ করা হয়েছে। লাইসেন্স ফরমের মূল্য ৫০০/- টাকা এ পর্যন্ত ফরম বিক্রয় হয়েছে নয় হাজার বাইশ টি, যাচাই বাচাই এর শেষে ৭ হাজার ৭শ’ ৬২ টি (সাত হাজার সাত শত বাষট্টি) অনুমোদন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাধারণ যাত্রী সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ইজিবাইক পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পরিবহণ। নগরীর ধনী গরিব নারী পুরুষ সকল শ্রেণির মানুষের অত্যান্ত প্রিয় বাহন। কিন্তু এটির জনপ্রিয়তা হারাচ্ছে দিন দিন। ড্রাইভারদের ন্যূনতম প্রশিক্ষণ নেই, তাদের স্বেচ্ছাচারিতা নিয়ম নীতির তোয়াক্কা না করা, যত্র তত্র পার্কিং করা, কোন প্রকার সংকেত ছাড়ায় ডানে-বামে মোড় নেওয়া সহ নানা অনিয়মের কারণে প্রায়ই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রতি নিয়ত আহত হচ্ছে অনেকেই কারো বা প্রাণ যাচ্ছে আবার কেউ পঙ্গুত্ব বরন করছে চিরতরে। অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছে এ সব দুর্ঘটনার শিকার পরিবারগুলো। তাদের কাছে ইজিবাইক হয়ে উঠেছে আতঙ্কের নাম। কেএমপির ডি.সি ট্রাফিক মো. সাইফুল হক জানান নগরীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অতিরিক্ত ইজিবাইক নিয়ন্ত্রণে আনা জরুরী। নিদিষ্ট সংখ্যক লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেসিসি। আগামী ১ অক্টোবর থেকে অবৈধ ইজিবাইকের জব্দের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ধারাবাহিক প্রতিবেদন পর্ব-২ : যানজটের নগরী খুলনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/