Site icon suprovatsatkhira.com

দেবহাটার কালাবাড়ীয়া কাঠমহল-ঢেপুখালীতে সুপেয় পানির লাইনের উদ্বোধন

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কালাবাড়ীয়া কাঠমহল-ঢেপুখালী এলাকায় পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানির লাইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. আ.ফ.ম রুহুল হকের প্রচেষ্টায় জাইকার অর্থায়নে এ সুপেয় পানির প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গণি। এ সময় উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আ’লীগের উপদেষ্টা শেখ মারুফ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, উপজেলা সহকারী প্রকৌশলী আকমল হোসেন, ইউপি সদস্য আবুল কাশেম, নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version