তালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটী গ্রামে ৮দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, ব্যবসায়ী সৈয়দ সোহেল রানা, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, তালা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন প্রমুখ। উদ্বোধনি খেলায় আটারই হা-ডু-ডু দল ৬-৪ পয়েন্টের ব্যবধানে আগোলঝাড়া দলকে পরাজিত করে। শত শত দর্শক গ্রাম বাংলার এ খেলাটি উপভোগ করেন।
তালায় ৮ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/