মীর খায়রুল আলম/ ফরহাদ হোসেন সবুজ: “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং দেবহাটা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করি” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জঙ্গী, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি বর্তমানে ডেঙ্গু প্রতিরোধ একটি চ্যালেঞ্জের পরিণত হয়েছে। সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এমনকি ডেঙ্গু রোগে ইতোমধ্যে মারা গেছেন ২জন। তাই অবহেলা করে বসে থাকলে হবে না। বর্তমান সরকার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত করেছে। যা ইতিপূর্বে কোন সরকার দেখাতে পারেনি। কিন্তু এই সময় মশার মাধ্যমে সৃষ্ট ভাইরাস ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে সব মানুষের মাঝে। আপনারা জানেন যে সরকার কিন্তু বসে নেই। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীলসমাজ সম্মিলিত ভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। মনে রাখবেন সরকারের একার পক্ষে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। আমার আপনার বেঁচে থাকার জন্য এডিস মশার বংশ ধ্বংস করতে হবে। আর তার জন্য বসতবাড়ির আঙিনা, ঝোপ-ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির ছাদে, ফুল বাগানের টবে, ভাঙ্গা হাড়িপালিত, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা বা ড্রামে, নারিকেল খোসা সহ অপ্রয়োজনীয় পাত্রে স্বচ্ছ পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। এক নাগাড়ে তিন দিন পানি জমে থাকলে সেখানে এডিস মশা জন্ম নেয়। তাই আমাদের বাড়িতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি মশা বেড়ে ওঠার স্থান ধ্বংস করতে হবে। দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার এবং স্প্রেরের মাধ্যমে মশা মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। তবে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি আরো বলেন, জ্বর হলেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন প্রকার ঔষধ না খাওয়ার পরামর্শ প্রদান করেন। ডেঙ্গু রোগীকে ভয় বা অবহেলা না করে সঠিক চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অনুষ্ঠানের আয়োজক সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস, সদস্য অ্যাড. শাহনাজ পারভীন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। এ সময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের রাসেল, সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক আহমেদ, ইউপি সদস্য আব্দুল আলিম, ইয়ামিন মোড়ল, মোনাজাত আলী, মোক্তার আলী, আব্দুল করিম, অচিন্ত কুমার, আবুল হোসেন, আরতি রানী, হামিদা পারভীন, নারছিস সুলতানা, বানু আল কাদেরী, আল্পনা অধিকারীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের সদস্য আলফা’র আয়োজনে গরিব অসহায়দের হাতে ১হাজার মশারি বিতরণ করেন অতিথিরা। এছাড়া উপজেলার বিভিন্ন প্রান্তে ৭দিন ব্যাপী স্প্রের মাধ্যমে মশা নিধন অভিযান অব্যাহত থাকবে বলে জানান আয়োজক।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করতে হবে -জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম
https://www.facebook.com/dailysuprovatsatkhira/