Site icon suprovatsatkhira.com

ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বাড়িতে সচেতনতামূলক বার্তা না পৌঁছানো পর্যন্ত কার্যক্রম চলবে : জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বাড়িতে সচেতনতামুলক বার্তা পৌঁছাতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময়ে সহকারী কমিশনার (ভূমি) রনি আলম নুর, পৌর কাউন্সিলার শফিক উদ দ্দৌলা সাগর, সাংবাদিক এম জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে রসুলপুর শিশু হাসপাতালে ডাক্তার ও রোগীদের সাথে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় সকলকে তাদের বাড়িতে গিয়ে ভাঙ্গা হাড়ি-পাতিল, ডাবের খোলা, টায়ার, পানির পাত্র, প্লাস্টিকের পাত্রসহ যে সকল স্থানে স্বচ্ছ পানি জমে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরামর্শ দেন। এছাড়া সাতক্ষীরার প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের নিকট ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা না পৌঁছানো পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম চলানোর ঘোষণা দেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version