গুড় পুকুর মেলায় শিশুদের আকর্ষণ ‘ম্যাজিক বোট’ বিশাল স্টীলের নৌকা। নীচের অংশে লাগানো হয়েছে ইঞ্জিন। চালু হলেই এর একপাশ দোলনার মতো উপরে উঠে যায়, অপর পাশটি নেমে যায় নীচে। মনে হবে ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে মনে দোল দিয়ে যায় যান্ত্রিক এ শহরে। মজা করে এর নাম দেয়া হয়েছে ‘ম্যাজিক বোট’। মেলায় আগত শিশু-কিশোরদের আকর্ষণ এটি ঘিরেই। তবে অনুমোদনহীন এই রাইডে কোন নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এতে চড়লে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন নাগরিকদের।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/