খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা ও ডেঙ্গু মশা নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে খলিষখালী ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি সচিব এবং ইউপি সদস্য উত্তম কুমার দে এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইউনিয়নের ৯ নং ও ৭ ওয়ার্ডে প্রায় দুই শতাধিক বাড়িতে হাজির হয়ে ডেঙ্গু নিরোধের করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে ডেঙ্গুর লার্ভা থাকতে পারে এমন স্থান পরিষ্কার করাসহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পরামর্শ দেয়া হয়। ডেঙ্গুর লার্ভা থাকতে পারে সে সব জায়গায় ডেঙ্গু নিধন স্প্রে করা হয়। এছাড়া বাড়ির পাশে কোথাও কোন পানি যাতে না জমতে পারে সেদিকে প্রত্যেক পরিবারের লোকজনের লক্ষ রাখতে বলা হয়। অভিযানে ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
খলিষখালীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা পরামর্শ ও পরিচ্ছন্নতা অভিযান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/