Site icon suprovatsatkhira.com

কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কেঁড়াগাছি প্রতিনিধি: কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত খেলায় এক দিকে অংশ গ্রহণ করে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবল একাদশ অন্য দিকে অংশ গ্রহণ করে কেঁড়াগাছি ফুটবল একাদশ। খেলার প্রথম অধ্যায়ে উভয় দল আক্রমান্তক ভাবে খেললেও কোন দল গোল করতে পারেনি। বিরতির পর উভয় দল মরিয়া হয়ে ওঠে আক্রমণের পর আক্রমণ করতে থাকে এবং দ্বিতয় অধ্যায়ের খেলার ১০ ও ১৮ মিনিটে কেঁড়াগাছি ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রাজ ২টি গোল করে দলের জয় নিশ্চিত করে। খেলার ২৩ মিনিটে মাধবকাটির ১৪নং জার্সি পরিহিত খেলোয়াড় রবিউল ১টি আত্মঘাতী গোল করে। ফলে কেঁড়াগাছি ৩-০ গোলে জয় লাভ করে। সমগ্র খেলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা রেফারি এসোসিয়েশনের সদস্য মিয়া ফারুক হোসেন (স্বপন), আনোয়ার হোসেন, মোশারফ হোসেন ও মীর এনায়েত হোসেন (রাসেল)। এ সময় শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ এ খেলার আয়োজন করছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version