কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া নতুন বাজারের পল্লী চিকিৎসক গ্রাম ডাক্তার স্বপন কুমার দাশের চেম্বারে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ চুরি সংঘটিত হয়। চোরেরা চেম্বারে থাকা একটি ১৪” কালার টিভি, ডিজিটাল ওয়েট মেশিন ২টি, ডায়াবেটিস মেশিন ১টি, মূল্যবান শোপিস, ইনজেকশন-ঔষধ ও নগদ আনুমানিক ১০-১২ হাজার টাকা সহ প্রায় ৫০-৬০ হাজার টাকার মালা মাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।