কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে ঘোলা আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিম, অসহায় ও দরিদ্র ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উৎসর্গ পরিবারের সৌজন্যে কুরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় ঘোলা আমিনিয়া হাফিজিয়া মাদরাসায় প্রধান শিক্ষক হাফেজ বাশিরুল ইসলাম বাশার, উৎসর্গ পরিবারের নির্বাহী সদস্য জামাল হোসেন, আবুল হাসান, আব্দ্ল্লুাহ আল মামুন সহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।