Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ’র অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে ৩৯ জনের নিকট থেকে ২৮ লক্ষ টাকারও বেশি অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎতের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মিজানুর রহমান, মেহেদী হাসান, শাহারিয়া, হুমায়ূন কবির, আরিফুল ইসলামসহ একাধিক ব্যক্তি বলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা (২৭) নিজেকে সিটি গ্রুপ অফ কোম্পানির লিংক অফিসার পরিচয় দিয়ে আমাদের সাথে সখ্যতা গড়ে তোলেন। এরপর ১৫ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের নিকট থেকে হাতিয়ে নেন ২৮ লক্ষ টাকারও বেশি। এরপর মাসুদ দীর্ঘ দিনে চাকরি দিতে ব্যর্থ হলে আমরা পাওনা টাকা ফেরৎ চাই। এ সময় মাসুদ রানা টাকা ফেরৎ দিতে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে সে আত্মগোপন করে।

একপর্যায়ে কৌশলে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভদ্রখালি বাজার এলাকা থেকে মাসুদকে আটক করি। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version