কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মোড়স্থ পাইলট হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম সভায় সভাপতিত্ব করেন। কমিটির সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর-প্রচার সম্পাদক সুজাউল হক, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, নির্বাহী সদস্য গোলাম রহমান, আব্দুর রহমান, আনোয়ার হোসেন ও সদস্য সরদার জিল্লুর রহমান প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/