ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের মুনজিতপুর আব্দুল মান্নারের ছেলে ফিরোজ হোসেন (১৯) কিডনি রোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার খরচ যোগাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছে ফিরোজের পরিবার। ফিরোজের বাবা জানায়, আমার ছেলে অল্প কিছুদিন যাবৎ জ্বরে ভুগছিল, দিন দিন অবস্থা খারাপের দিকে যায় তারপর টাইফয়েড, কিন্তু এখন অবস্থা আরও বেশি খারাপ। চিকিৎসকরা বিভিন্ন টেস্ট করার পর দেখেন, ওর কিডনিতে পানি জমে কিডনি বøক হয়ে গেছে। ডাক্তাররা দ্রæত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। খুলনায় নেওয়া হলে সেখান থেকেও ডাক্তার আরও ভাল জায়গায় নিয়ে জেতে বলে। এখন ডাক্তার বলেছে. যত দ্রæত সম্ভব অপারেশনের মাধ্যমে কিডনির বøক ছাড়াতে হবে। দ্রæত অপারেশন করা না গেলে আর কিছু করার থাকবে না। আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। প্রচুর পরিমাণে ঔষধ ও চিকিৎসার খরচ পরিবারের পক্ষে বহন করা অসম্ভব’। ফিরোজের বন্ধুরা বিভিন্ন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে, ফিরোজের জন্য টাকা সংগ্রহ করছে। সমাজের সকল অবস্থান থেকে “ফিরোজের” জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছেন তার পরিবার ও বন্ধু মহল। আর্থিক সহযোগিতা পাঠাতে বিকাশ নাম্বার-০১৯১১-৯১২৭৫২।
একটি অসহায় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/