আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের আশাশুনি সদর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান কর্তৃক নির্দেশিত হয়ে উপজেলা যুবলীগের সভাপতি স.ম সেলিম রেজা মিলন স্বাক্ষরিত আগামী তিন বছর মেয়াদি এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি মো. তবিবুর রহমান তৈবার, সিনি. সহ-সভাপতি মো. নাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামীম আনোয়ার উজ্জল, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বাছাড়, মো. আমিরুল ইসলাম এবং মলয় কুমার রায়কে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়। ঘোষণা পত্রে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানানো হয়েছে।