আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শ্রীউলায় একটি জুয়ার আসর থেকে আটক ৮ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। আশাশুনি থানার এএসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী বাজারের পাশে জনৈক ছিদ্দিকের বাসায় জুয়ার আসর থেকে মাসুদ রানা, বাবুল আক্তার, আরুক সানা, শাওন, দীপঙ্কর মন্ডল, হাকিম মোল্যা, হাসান সরদার ও সালাহ উদ্দিনকে জুয়ার সরঞ্জামসহ আটক করেন। পরে তাকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন- ১৯৬৭ এর আওতায় প্রত্যেককে ৬শত টাকা করে জরিমানা করেন।