সমীর রায়, আশাশুনি: মুজিব বর্ষ ২০১৯ উপলক্ষে আশাশুনিতে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়, মহিষাডাঙ্গা, দরগাহপুর, আগরদাড়ি, মিত্রতেঁতুলিয়া, খাজরা ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৬টি স্কুল, দুটি কলেজ, কয়েকটি মাদ্রাসা। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করে। এছাড়া ৯টি স্কুল দ্বিতীয় রাউন্ডে ওঠে। চুড়ান্ত ফলাফলে মহিষাডাঙ্গা স্কুল প্রথম স্থান, বদরতলা স্কুল দ্বিতীয় ও খরিয়াটি স্কুল তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া শিক্ষক ও সুধী সমাজের মধ্যে প্রতিযোগিতায় ১ম হয়েছেন শিক্ষক আনিছুর রহমান, ২য় হয়েছেন আশাশুনি প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সমীর রায় ও ৩য় স্থান অধিকার করেছেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুইজ পরিচালনা ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী পরিচালক মো. হুসাইন শওকত। কৃষি অফিসার রাজিবুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সিনি. মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, বর্তমান সভাপতি জিএম আল ফারুক ও সাধারণ সম্পাদক সমীর রায় প্রমুখ।
আশাশুনিতে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/