নিজস্ব প্রতনিধি: সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার আসামি কবিরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে বাইপাস সড়কের ধারে কুচপুকুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত কবিরুল ইসলাম (৪৫) সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মুত মোক্তার হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছেন, কবিরুল একজন মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার ভোরে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে তার কাছে খবর আসে যে বাইপাস সড়কের ধারে কুচপুকুর এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। পরে স্থানীয়রা তাকে কবিরুল ইসলাম হিসাবে শনাক্ত করেন। তিনি আরো জানান, কবিরুল ইসলাম একজন চিহৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। নিহত কবিরুলের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আ’লীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলার আসামি কবিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/