আগস্ট ৮, ২০১৯
কালিগঞ্জে স্কুল ছাত্রীর মৃত্যু : পরিবারের দাবি আত্মহত্যা, পুলিশ বলছে না!
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে তাছলিমা আক্তার বীথি (১৬) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ওই ছাত্রীর পরিবারের দাবি সে রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে কাপড়ের জন্য ব্যবহৃত ন্যাপথলিন খেয়ে আত্মহত্যা করেছে। নিহত স্কুল ছাত্রী উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম কাশেম পুর গ্রামের শেখ তহিদুল ইসলামের মেয়ে ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল দশম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, তাছলিমা আক্তার দীর্ঘদিন যাবৎ পেটের ব্যথায় ভুগছিল। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫ টার দিকে পরিবারের সদস্যদের অগচরে বাড়িতে রাখা কাপড়ের জন্য ব্যবহৃত ন্যাপথলিন খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাছলিমার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। থানার উপ-পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ জানান, মেয়েটি নিজে ন্যাপথলিন খেয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। 5,726,483 total views, 3,943 views today |
|
|
|