আগস্ট ২২, ২০১৯
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
![]() রাকিবুল ইসলাম/ শেখ শাওন আহমেদ সোহাগ: সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আলমগীর গাজী (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। মৃত আলমগীর গাজীর ভাই সুজন জানান, আমার ভাই যশোরের একটি কওমিয়া মাদ্রাসায় হাফেজি পড়ত। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরিক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর থেকে সে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাতক্ষীরায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে খুলনায় রেফার করে। এরপর খুলনার গাজী মেডিকেল কলেজে নেয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরায় রেফার করা হয়। 5,685,420 total views, 339 views today |
|
|
|