আগস্ট ৯, ২০১৯
কালিগঞ্জে শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
![]() শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: কোরবানির ঈদকে সামনে রেখে কালিগঞ্জে গরু- ছাগলের হাট শেষ মুহুর্তে জমে উঠেছে। এবার সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসায় দেশী গরুতে ভরে আছে এসব বাজার। বুধবার বসেছিল উপজেলার সবচেয়ে বৃহৎ কুশুলিয়ার গরুর হাট, শুক্রবার ও রবিবার মৌতলা অস্থায়ী গরুর হাট, শুক্রবার ও সোমবার তারালী গরুর হাট, শুক্রবার রতনপুর গরুর হাট এবং বৃহস্পতিবার নাজিমগঞ্জ অস্থায়ী গরুর হাট বসার কথা থাকলেও সেটি বসেনি। যার জন্য বিপাকে পড়েছে অনেক ক্রেতা-বিক্রেতারা। 5,740,436 total views, 4,546 views today |
|
|
|